Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমলায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৮:১১ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৮:৩৭

নীলফামারী: নীলফামারীর ডিমলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (২৪) ও সামিউল ইসলাম (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

গ্রেফতার হওয়া সামিউল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের নেসার উদ্দিনের ছেলে ও আব্দুল কুদ্দুস একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে নলকূপ থেকে পানি আনতে গেলে স্কুলছাত্রীকে উঠিয়ে ভুট্টা খেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে আব্দুল কুদ্দুস ও সামিউল ইসলাম। রাতে ভুট্টা খেত থেকে আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খোরশেদ আলম বলেন, ‘হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার হওয়া দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসআর

২ যুবক গ্রেফতার ডিমলা দলবদ্ধ ধর্ষণ নীলফামারী সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর