বগুড়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
১ মার্চ ২০২৫ ১৮:৩২
বগুড়া: বগুড়া সদরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মা আনোয়ার বেগম(৫৮) ও মেয়ে ছকিনা বেগম(৩৫)।
শনিবার (১ মার্চ) সকালে মা আনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ছকিনা বেগম তার মা আনোয়ারা বেগম ও ছেলে সাব্বির হাসানকে নিয়ে সাবগ্রাম মধ্যপাড়ায় থাকতেন।
প্রথম স্বামী বাদশা মিয়ার সঙ্গে বিচ্ছেদের পরে ছকিনা রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। তবে দ্বিতীয় স্বামী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং কয়েকদিন আগে রুবেলকে ছকিনা ডিভোর্স দেন এবং প্রথম স্বামী বাদশা মিয়াকে পুনরায় বিয়ে করেন। এতে রুবেল ক্ষিপ্ত হন।
ছকিনার ছেলে স’ মিলের শ্রমিক সাব্বির হাসান বিষয়টি উল্লেখ করে জানান, তার বাবা বাদশা মিয়ার সঙ্গে তার মা ছকিনার পুনরায় বিয়ে হয় কিছুদিন আগে। অপর দিকে তার সৎ পিতা রুবেল একটি চুরির ঘটনায় পলাতক ছিলেন।
শুক্রবার মধ্য রাতে বাড়িতে এসে রুবেল তাদের ডেকে তুলেন। এরপরে তার মা ও নানীকে রামদা দিয়ে কোপানো হয়। ছকিনার ছেলে রুবেল আরও জানিয়েছেন, ঘটনার সময় তিনি ধাওয়ার মুখে পালিয়েছিলেন।
পুলিশ জানায়, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। মা ও মেয়েকে উদ্ধার করে করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছকিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারা বেগম শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানিয়েছে, জোড়া খুনের ঘটনায় সার্বিক তদন্ত চলছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে ছকিনার দ্বিতীয় স্বামী রুবেল হোসেন এ ঘটনার জন্য দায়ী বলে তারা জানতে পেরেছেন।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দিন জানান, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ