Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন উপদেষ্টা ফরিদা আক্তারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:২০

সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্ভোধন করেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।

শনিবার (১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয সংলগ্ন জনসেবা চত্ত্বরের কার্যক্রমের উদ্ভোধন করেন।

এতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি, মুরগীর কেজি ২৫০ টাকা ও ডিম এক ডজন ১১৪ টাকা, গরুর দুধ ৮০ টাকা লিটার বিক্রি করা হয়। সপ্তাহে পাঁচদিন এই কর্মসূচি চলবে পুরো রমজান মাস জুড়ে।

এ সময় উপদেষ্টা বলেন, ‘রমজান মাসে মাংস, দুধ, ডিমসহ যে সব জরুরি পণ্যের চাহিদা বেশি, সে সব পণ্য সুলভ দামে বিক্রি করা হবে।’

তিনি বলেন, ‘যে সব এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশি থাকে ও জুলাই বিপ্লবে যে সব এলাকার মানুষের ব্যপক সম্পৃক্ততা ছিল সে সব জায়গা এ কর্মসূচির আওতায় থাকবে। ঢাকায় ২৫টিসহ সব জেলা ও বেশ কিছু উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়েছে।’ সারা বছর এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন ও জেলা মৎস ও প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এমপি

টাঙ্গাইল প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার রমজান সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর