পিরোজপুরে বাস রিকুইজিশনে সরকার কোনো খরচ বহন করেনি
১ মার্চ ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:২০
ঢাকা : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি বরাদ্দে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাস রিক্যুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।
শনিবার (১ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটে। অভিযোগ উঠেছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি বাস রিক্যুইজিশন দেওয়া হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি তারিখ চাইছে। স্বল্প সংস্কারের পর আগামী ডিসেম্বরই নির্বাচন সম্ভব, সে কথা আগেই বলা হয়েছে৷’
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাবনার গণ-ডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে অনেক গণমাধ্যম। পাঁচটি পরিবহণে ডাকাতি হয়েছে। ১০ মিনিটে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।’
সারাবাংলা/জিএস/এমপি