৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, জড়িতদের গ্রেফতারের দাবি
১ মার্চ ২০২৫ ২০:০২ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২০:০৭
পটুয়াখালী: পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের ৬ষ্ঠ শ্রেণিরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার মা ও ভাইয়ের ওপর হামলা করা হয়েছে।
এ ঘটনায় শনিবার (১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় ভোক্তভোগী পরিবার। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে স্কুলছাত্রীর বাবা মো. মানিক প্যাদা বলেন, তার ভাইয়ের ছেলে হাসিব প্যাদা প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। ঘটনার দিন উত্ত্যক্ত করলে মেয়ের মা ও ভাই প্রতিবাদ করায় হাবিব প্যাদা ও তার বাবা জসিম প্যাদাসহ কয়েকজন হামলা চালায়। এতে মা ও ভাই আহত হন। এ সময় তাদের কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় গুরুতর আহত মা-ছেলেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মামলা করায় আসামিরা হুমকি দিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ ঘটনার মামলার আসামিদের গ্রেফতারের দাবি করেন ওই স্কুলছাত্রীর বাবা।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা মামলা গ্রহণ করেছি। প্রথমে মামলার দায়িত্বে যে অফিসার ছিলেন তাকে নিয়ে বাদীর আপত্তি থাকায় অফিসার পরিবর্তন করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর
গ্রেফতারের দাবি ছাত্রীকে উত্ত্যক্ত পটুয়াখালী সংবাদ সম্মেলন সারাবাংলা হামলা