ট্রাম্প-জেলেনস্কির বাগবিতণ্ডা: ইউক্রেনের পাশে ইউরোপীয় নেতারা
১ মার্চ ২০২৫ ২০:১২ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:১৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউজে আলোচনায় বসেছিলেন। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউজে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন। ঘটনার পরই প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন দিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা।
শনিবার (১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের নেতারা ইউক্রেনের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। জেলেনস্কি তাদের প্রত্যেককে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস এক্স এ’র পোস্টে লিখেছেন, ‘ইউক্রেনই ইউরোপ। আমরা ইউক্রেনের সঙ্গে রয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বৃদ্ধি করব যাতে তারা আগ্রাসীদের বিরুদ্ধে পালটা লড়াই অব্যাহত রাখতে পারে। আজ এটা পরিষ্কার হয়ে গেছে যে মুক্ত বিশ্বের প্রয়োজন একজন নতুন নেতা। এই চ্যালেঞ্জ গ্রহণ করাটা আমাদের, ইউরোপীয়দের ওপর নির্ভর করছে।’
এক এক্স বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘রাশিয়া হচ্ছে আগ্রাসনকারী দেশ। যার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেন।’
তিনি আরও বলেন, ‘আগ্রাসনকারীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের প্রতি শ্রদ্ধা। তারা আত্মমর্যাদা, স্বাধীনতা, শিশু ও ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছে।’
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ইউক্রেনের উদ্দেশ্যে বলেছেন, আপনারা একা নন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, ইউক্রেনীয়দের চেয়ে বেশি কেউ শান্তি চায় না।
জানা যায়, বৈঠকের প্রায় ৪০ মিনিটের সময়ে জেলেন্সকি যখন ২০১৪ সালে রাশিয়ার ক্রাইমিয়া দখলের কথা উত্থাপন করেন, তখন এই বৈঠক তর্কাতর্কিতে পরিণত হয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তৎক্ষণাৎ জেলেন্সকির সমালোচনা করে, তাকে ‘অপপ্রচারমূলক সফর’ আয়োজন করার জন্য অভিযুক্ত করেন। তিনি জেলেন্সকিকে বলেন, আমি মনে করি ওভাল অফিসে এসে মিডিয়ার সামনে আপনার এই অভিযোগ তোলা অসম্মানজনক।
ভ্যান্স ও ট্রাম্প উভয়ই ইউক্রেনের এই নেতাকে এই বলে অভিযুক্ত করেন, ওয়াশিংটনের কাছ থেকে তার দেশ যে সহায়তা পেয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ নন।
জেলেন্সকি যখন পালটা জবাব দেওয়ার চেষ্টা করছিলেন তখন ট্রাম্প উচ্চ কণ্ঠে বলেন, ‘আপনার হাতে এখন সেই তুরুপের তাশ নেই। আপনি লাখ লাখ লোকের জীবন নিয়ে বাজি খেলছেন। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাজি ধরছেন।’
জেলেন্সকি নির্দিষ্ট সময়ের আগেই হোয়াইট হাউস ত্যাগ করেন এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়।
সারাবাংলা/এইচআই
ইউক্রেন ইউরোপ ট্রাম্প-জেলেনস্কির বাগবিতণ্ডা মার্কিন যুক্তরাষ্ট্র