Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলের পুরাতন মালামাল বিক্রয়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২০:১১ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:১৯

অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম।

পাবনা: পাবনা সুজানগরে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন ভবনের টিন, জানালা, দরজা ও বিদ্যালয়ের পুরাতন বই বিক্রয় করার অভিযোগ উঠেছে।

শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার ৪৭নম্বর হাটখালী সরকার প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র দেখা গেছে।

স্থানীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বিদ্যালয় বন্ধ থাকার সময় অফিস সহকারী জাহিদের মাধ্যমে গেল দুই দিনে পুরাতন ভবনের সব মালামাল বিনা অনুমতিতে গোপনে বিক্রি করেছেন। তা এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

উদ্ধার করা বিদ্যালয়ের মালামাল।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি দুঃখ প্রকাশ করে বলেন, ‘ইতোপূর্বে সরকারের দেওয়া স্লিপের টাকা আত্মসাৎ করেছেন সাইদুল ইসলাম। আমরা চাই অতি দ্রুত সুষ্ঠু তদন্ত করে দুর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে প্রধান শিক্ষক সাইদুল ইসলাম ভুল স্বীকার করে বলেন, ‘আমি সকল মালামাল যথাস্থানে রেখে দিয়েছি। এমন ঘটনা আর ঘটবে না।’

সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ বলেন, ‘আমরা মাল উদ্ধার করতে সক্ষম হয়েছি, আগামীকাল উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমপি

প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর