Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত সরকারের সিন্ডিকেট এখনো চলমান: গণফোরাম

স্পেশাল করেসপডেন্ট
১ মার্চ ২০২৫ ২০:৪৪

গণফোরাম

ঢাকা: গণফোরামের সভাপতি পরিষদের সদস্য বিশিষ্ট আইনজীবী সুব্রত চৌধুরী বলছেন, বিগত সরকারের সিন্ডিকেট এখনো চলমান যার কারণে তেল, ডাল, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। জনজীবনে নাভীশ্বাস বেড়েছে।

শনিবার (১ মার্চ) গণফোরামের আইনশৃঙ্খলার অবনতি ও পবিত্র রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজনে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণফোরাম সক্রিয় অংশগ্রহণ করে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ও আইনের শাসন প্রতিষ্ঠা প্রত্যাশা করেছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ না নিয়ে লোক দেখানো উদ্যোগ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নতুন করে মব সন্ত্রাসী গজিয়ে উঠেছে। যারা প্রকাশ্য দিবালোকে আসামি ছিনতাই করে, মানুষকে ঝুলিয়ে নির্যাতন ও মানুষের ঘর-বাড়ি ভাঙচুর করছে। আর আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে। অনতিবিলম্বে পুরনো ও গজিয়ে ওঠা সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেন, ‘নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের আশাবাদ সৃষ্টি হয়েছিল। কিন্তু সংস্কারের নামে বিলম্ব ও সাধারণ মানুষের জীবনে পুঞ্জিভূত ক্ষোভ, নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি ও মুদ্রাস্ফীতির কারণে জনমনে ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। মাঠ পর্যায়ে সেনাবাহিনীকে আরও সক্রিয় করুন এবং সাধারণ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবো।’

বিজ্ঞাপন

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরাম সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতা একেএম জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, সুরাইয়া বেগম, শাহ নুরুজ্জামান, রওশন ইয়াজদানি, লতিফুল বারী হামিম, মাহফুজুর রহমান মাসুম, রফিকুল ইসলাম পথিক, আশরাফুল ইসলাম, মাহমুদুল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, মিজানুর রহমান, হাবিবুর রহমান ভুলু ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

গণফোরাম সুব্রত চৌধুরী