সিলেট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:৪২
১ মার্চ ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:৪২
সিলেট: সিলেটের রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো ওই যুবকের পরিচয় শনাক্ত হয়নি।
শনিবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে রেল স্টেশনের পাবলিক টয়লেটের পাশে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন রেলওয়ের কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বলেন, ‘লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে, কীভাবে তার মৃত্যু হয়েছে কিছুই জানা যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।’
নিহত যুবকের পরিচয় শনাক্তে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। কেউ পরিচয় শনাক্ত করলে তার ফোন নম্বরে (০১৭৪১-০৪৭৭৯৬) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম