চ্যাম্পিয়নস ট্রফি
ভারতের কারণে সূচি বিভ্রাটে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া!
২ মার্চ ২০২৫ ০৯:৪৯ | আপডেট: ২ মার্চ ২০২৫ ০৯:৫১
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সব ম্যাচই দুবাইতে খেলছে ভারত। ভারতের এই বাড়তি সুবিধা নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। ভারতের কারণেই এবার সূচি বিভ্রাটে পড়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালকে সামনে রেখে দুই দলই আগেভাগে চলে গেছে দুবাই!
পাকিস্তানের মাটিতে খেলতে আপত্তি জানানোয় দুবাইতেই রাখা হয়েছে ভারতের সব ম্যাচ। এরই মাঝে সেমিফাইনালও নিশ্চিত করেছে ভারত। গ্রুপে তাদের সঙ্গী নিউজিল্যান্ড। অন্য গ্রুপ থেকে সেমিতে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেমির ৪ দল নিশ্চিত হলেও কে কার বিপক্ষে খেলবে সেটা এখনো নিশ্চিত নয়। আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে সেমির লাইনআপ।
ভারত তাদের সেমিফাইনালের ম্যাচ খেলবে ৪ মার্চ দুবাইতে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ রানার্সআপ হলে ভারত মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৫ মার্চ পাকিস্তানে হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর এতেই বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
দুবাই না লাহোর, নিজেদের সেমির ম্যাচ আসলে কোথায় হবে সেটা এখনো জানে না দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এটার জন্য তাদের অপেক্ষা করতে হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে সেমির সূচি পড়লে ম্যাচের আগে দুবাইতে যাওয়ার জন্য মাত্র একদিন সময় পাবেন তারা।
এই ঝক্কি এড়াতে আগেভাবেই দুবাইতে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৪ মার্চের সেমিতে ভারতের প্রতিপক্ষ যারা হবেন, তারা থেকে যাবেন দুবাইতেই। অন্য দল ৫ মার্চের সেমি খেলতে আবার ফিরবে পাকিস্তানের লাহোরে।
সারাবাংলা/এফএম