Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজাকেই দক্ষিণ এশিয়ার সেরা মানেন জামাল

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৫ ১০:৪৫

বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় হামজা

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন গত বছরেই। এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচেই হতে পারে হামজা চৌধুরীর। অভিষেকের আগে হামজাকে নিয়েই চলছে নানা আলোচনা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলছেন, তার চোখে হামজাই এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার।

ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলা হামজা অনেকদিন ধরেই বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে ছিলেন। অনেক লড়াইয়ের পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা। গত বছরের শেষভাগে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্টও।

গত বছর অনুমতি পেলেও এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি হামজার। এই মাসেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে হামজার।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেখানে না থেকেও ছিলেন হামজা। জামাল ভুঁইয়া বলছেন, শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজাই এখন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার, ‘হামজা আমাদের স্কোয়াডের সেরা খেলোয়াড়। সে দক্ষিণ এশিয়ারও সেরা ফুটবলার। তিনি আমাদের দলের জন্য অনেক বড় প্রেরণা।’

২০১৯ সালে ভারতের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবারও ভারতের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশায় জামাল, ‘অবশ্যই ভালো ফলাফল আশা করছি। ভারতের ফুটবলারদের সঙ্গে আমাদের বিশাল কোনো পার্থক্য নেই।আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

ঢাকার বাতাস ফের দূষিত
৩১ আগস্ট ২০২৫ ১১:১২

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর