Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে ইসরায়েলের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৫ ১১:১৩ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১১:৪৩

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছিল প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতি। শনিবার (১ মার্চ) শেষ হয়েছে এর মেয়াদ। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকেও সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন এই প্রস্তাবে এরই মধ্যে সম্মতি প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে সাড়া মেলেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটিতে ইসরায়েল সম্মত বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর ইহুদিদের বসন্ত উৎসব শুরু হবে এপ্রিলের ১২ তারিখ থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এই সময়টুকুতে যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র।

এদিকে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি আটজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। অন্যদিকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠাতে বিলম্ব করে ইসরায়েল। শেষ পর্যন্ত ইসরায়েল গত বৃহস্পতিবার মিসরের কায়রোয় নিজেদের প্রতিনিধিদল পাঠায়।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয় ইসরায়েল। তারা প্রথম ধাপেরই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় এবং সেই উদ্দেশ্যেই কায়রোতে প্রতিনিধিদল পাঠিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হামাস জানিয়েছে, তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। তারা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনা করতেই আগ্রহী।

সারাবাংলা/এমপি

গাঁজা গাজায় যুদ্ধবিরতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর