Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ডেভিল হান্টে গ্রেফতার ২১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১২:৫০

যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে

নোয়াখালী: নোয়াখালী জেলায় ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় হাতিয়ার টাংকির ঘাট হতে ৩টি লম্বা ছেনি, ১টি এলজি ও ১টি ঢাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২১ দিনে অপারেশন ডেভিল হান্টে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

শনিবার (১ মার্চ) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযান সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ২১ দিনে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ডেভিল হান্ট নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর