Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৪:২৫ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৪:৫০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, বিগত মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চাই না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে।

রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন সিইসি।

‎তিনি আরও বলেন, ‘ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত নিজের জন্য, দলের জন্য বা দেশের জন্য ভালো হয় না।’

‎এ সময় সিইসি আরও বলেন, ‘আমরা কারও এজেন্ডা বাস্তবায়নে নেই। আমদের এজেন্ডা দেশের মানুষের এজেন্ডা।’

‎সিইসি নাসির উদ্দিন বলেন, ‘মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহিদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধ মত মেনে নিতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

‎তিনি বলেন, ‘একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি-না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে।

‎এ সময় রমজান মাসের কথা উল্লেখ করে সিইসি সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।‎

‎সারাবাংলা/এনএল/এমপি

এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর