Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৬:৩৯

রূপসা নদী থেকে উদ্ধার করা জুয়েল (৩৫)-এর মরদেহ

খুলনা: খুলনার রূপসা নদী থেকে জুয়েল (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) সকাল ৯ টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুয়েল রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহেরচর এলাকার জহুর শেখের পুত্র। ভুক্তভোগী পরিবার দাবি করছে জুয়েলের বড় ভাই মাংস ব্যবসায়ী রুবেলও নিখোঁজ রয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার দিন আরিফসহ কয়েকজন যুবক জুয়েল এবং রুবেলের নিকট পাওনা টাকা চাইতে এলে উভয়ের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আরিফকে জুয়েল এবং রুবেল ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। এ সময় জুয়েল এবং রুবেলকে প্রতিপক্ষরা ধাওয়া দিলে আত্মরক্ষার্থে তারা নদীতে ঝাপ দেয়।

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় আরিফ রাত ৯টা ৪৫ এর দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপরদিকে এক সূত্র দাবি করছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুয়েল এবং রুবেলের উপর জনৈক হাবিবুর রহমানের নেতৃত্বে আরিফ সহ কয়েকজন যুবক হামলা চালায়। তখন তারা আত্মরক্ষার্থে তাদের কাছে থাকা চাপাতি দিয়ে আরিফকে আঘাত করে। পরে আরিফ মারা যায়। এছাড়া মৃত জুয়েলের লাশ বিবস্ত্র অবস্থায় পাওয়ার বিষয়টি রহস্য জনক বলে দাবি করছে তার পরিবার।

সারাবাংলা/এনজে

উদ্ধার খুলনা মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর