Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার শোলাকিয়ায় ঈদের নামাজ পড়াবেন মোহাম্মদ ছাইফুল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৭:০৭ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৯:৪৪

আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ঈদুল ফিতরের ১৯৮তম নামাজে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ঈদ জামাত শুরু হবে সকাল ১০টায়। মুসল্লিদের জন্য থাকবে বিশেষ ট্রেন।

রোববার (২মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাছান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায়— আগত মুসল্লিদের সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুইটি স্পোশাল ট্রেন চলাচল করার সিদ্ধান্ত হয়। এছাড়াও মহিলাদের জন্য সরুয বালা উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি জামাত অনুষ্ঠিত হবে।

সভায় পুলিশ সুপার মো. হাসান চৌধুরী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন।

সারাবাংলা/এসআর

ঈদুল ফিতর ঈদুল ফিতরের ১৯৮তম নামাজ ঈদের নামাজ কিশোরগঞ্জ শোলাকিয়া সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর