Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘটনাস্থলে উদ্ধার ফোন থেকে অটোচালকের খুনী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৭:২৮ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৭:৩০

হত্যার আসামি মো. আরমান (২১)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে খুনের রহস্য উদঘাটন করে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে পড়ে থাকা একটি বাটন মোবাইল ফোনের সূত্রে হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মো. আরমান (২১) নামে গ্রেফতার হওয়া ওই তরুণ জুয়া খেলায় আসক্ত। সম্প্রতি খেলায় প্রায় ৩৫ হাজার টাকা হারায় সে। একটি অটোরিকশা ছিনতাই করে সেটা বিক্রি করে সেই টাকা উদ্ধারের পরিকল্পনা ছিল তার। সেই পরিকল্পনা নিয়েই ওই চালককে খুন করলেও উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কে অটোরিকশাটি নিজের হেফাজতে নিতে পারেনি।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) সকালে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে পুলিশ। সে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কানুনগোরখীল গ্রামের বাসিন্দা।

এর আগে শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কানুনগোরখীল গ্রামে ছুরিকাঘাতে খুন হন জাহিদুল ইসলাম (২০) নামে ওই ব্যাটারিচালিত অটোরিকশা চালক। ঘটনাস্থল থেকে তার অটোরিকশা, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করেছিল পুলিশ। জাহিদুলের বাড়ি বাঁশখালী পৌরসভায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলেই একটি বাটন মোবাইল পাওয়া যায়। সেটা আরমানের মোবাইল সেট। সেটার কললিস্ট যাচাই করে আমরা আরমানের তথ্য পাই। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হত্যার দায় স্বীকার করেছে জানিয়ে ওসি বলেন, ‘আরমান তার পরিবারের ৩৫ হাজার টাকা জুয়া খেলে হারিয়ে ফেলে। সেই টাকা উদ্ধারের জন্য আরমান অটোরিকশাটি টার্গেট করে ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করে। এ অনুযায়ী আরমান জাহিদুলের অটোরিকশাটি ১৫০ টাকায় ভাড়ায় নিয়ে বাঁশখালীর কানুনগোরখীল মাউচ্চাপাড়া সরল ব্রিজের পাশের খাল পাড়ে নিয়ে যান।’

বিজ্ঞাপন

‘সেখানে খালপাড়ে জাহিদুল অটোরিকশাটি থামাতে বলে আরমান তাকে পেছনে থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে জাহিদুল গাড়ি থেকে নেমে চিৎকার করলে আরমান ভয় পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সে ছুরিটি খালে ছুড়ে মারে। সেটা উদ্ধার করার চেষ্টা চলছে। আরমানকে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

অটোরিকশা চালকের খুনী আটক চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর