Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ২ মার্চ ২০২৫ ২০:৩৬

ঢাকা: বরাবরের মতো এবারও ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে প্রথম রোজায় ইফতার করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ওলামা মশায়েখ ও এতিমদের সন্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশ নেন ফার্মগেইট ইসলামি মিশন মাদ্রাসা, শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসা, জাতীয় ইমাম সমিতি সভাপতি মওলানা কাজী আবু হুরায়রা, সুবানবাগ মাজে মসজিদ খতিব ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদ খতিব মুফতি মহিউদ্দিন, মিরসরাই দরবার শরিফের পীর সুফী আব্দুল মোমেন নাছেরী প্রমুখ। এছাড়া চারটি মাদ্রাসার প্রায় ৮০ জন এতিম শিশু ইফতার মাহফিলে অংশ নেন।

 

বিএনপি নেতাদের মধ্যে ইফতার মাহফিলে অংশ নেন দলটির স্হায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, অমলেন্দু অপু, জন গোমেজ প্রমুখ।

ইফতার মাহফিল পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মওলানা কাজী সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘‘এখানে উপস্থিত ওলামা মাশায়েখদের অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারাদেশে আরও অনেক জ্ঞানী, ওলামা-মাশায়েকগণ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে আমরা এক সাঙ্গে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়গুলো আমি আপনাদের চিন্তা করার অনুরোধ করব।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘রমজানের প্রথম দিনে এতিম বন্ধু যারা এসেছেন, তারা যে আপনজনকে হারিয়েছেন, তাদের সবার জন্য হাত তুলে আল্লাহ’র দরবারের দোয়া চাই। আল্লাহ’র দরবারে দোয়া চাই, এই যে আমাদের মাতৃভূমি, যেটা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা, সেই মাতৃভূমিকে যেন আল্লাহ রহমত দেন, যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকতে পারি।’’

সারাবাংলা/এজেড/এসআর

ইফতার বিএনপির ইফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর