ঘাটাইলের ৪ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা
২ মার্চ ২০২৫ ২০:০৩
টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় কাঠ দিয়ে ইট পোড়ানো এবং বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন, টাঙ্গাইল পরিবেশ অধিদফতর ও যৌথ বাহিনীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এতে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) সাবরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোষ।
জানা যায়, উপজেলার সন্ধানপুর ও রসুলপুর ইউনিয়নের মেসার্স এম আর পি ব্রিকসকে সাত লাখ, মেসার্স সোনালী ব্রিকসকে সাত লাখ, মেসার্স সালাম ব্রিকসকে (পূর্ব নাম সাগর) সাত লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার জানান, উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদফতর এবং যৌথ বাহিনীর নেতৃত্বে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ ও ২০১৯ মোতাবেক ৪টি ভাটায় ২৬ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/এসআর