Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতারে নেই ভেদাভেদ, এক কাতারে মেয়রের সঙ্গে ছিন্নমূল-হতদরিদ্ররা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ২০:২২ | আপডেট: ২ মার্চ ২০২৫ ২০:২৭

ইফতারের পুরো আয়োজন তদারকি করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: ফুটপাতে দিন পার করা ভাসমান মানুষ, ছিন্নমূল, হতদরিদ্র, রিকশাচালক, ঠেলা-ভ্যানচালক, নিম্ন আয়ের মানুষ, এতিম- সবাই এক কাতারে বসে রমজানের প্রথমদিনে সেরেছেন ইফতার। আর পুরো আয়োজন ঘুরে ঘুরে তদারকি করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ রমজানজুড়ে আয়োজন করেছে ইফতার। প্রথমদিনে রোববার (২ মার্চ) নগরীর বিপ্লব উদ্যানে প্রায় ৬০০ মানুষ একসঙ্গে ইফতার সেরেছেন। শুধু ইফতার নয়, বিদ্যানন্দ তাদের জন্য মাসব্যাপী সেহেরিরও আয়োজন করেছে। পুরো আয়োজনে সহায়তা দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

অসচ্ছল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের এ আয়োজন উদ্বোধন করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নিছক ইফতার কিংবা সেহেরির আয়োজন নয়, সিয়াম সাধনার মাসে সমাজের অসচ্ছ্বল মানুষদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়াটাই হোক আমাদের সবার মূল লক্ষ্য। প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠনের বাইরেও সমাজে যারা বিত্তশালী আছেন, আমি আশা করবো, তারাও নিজ নিজ উদ্যোগে এসব খেটে খাওয়া, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি করপোরেশন তাদের সব ভাল কাজে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

ইফতারের পুরো আয়োজন তদারকি করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

ইফতারের পুরো আয়োজন তদারকি করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, ‘সাম্য ও ভ্রাতৃত্বের আহবান নিয়ে প্রতিবছর পবিত্র রমজান মাস আসে। কিন্তু ধনী-দরিদ্রের বৈষম্য বছরের পর বছর থেকেই যায়। রমজান মাসে গরিব-অসহায় মানুষের জন্য ইফতার ও সেহেরির আয়োজন সেই বৈষম্য ভাঙার প্রচেষ্টার অংশ। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়ায় আমরা।’

বিজ্ঞাপন

চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, চসিকের সহায়তায় বিদ্যানন্দ চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে প্রতিদিন এক হাজার মানুষকে বিনামূল্যে ইফতার ও সেহেরি খাওয়ানোর আয়োজন করেছে। এছাড়া নগরীর সিআরবি, রেলস্টেশনসহ আরও বিভিন্ন এলাকায় সংগঠনটির পক্ষ থেকে ইফতার ও সেহেরি বিতরণ করা হচ্ছে।

বিপ্লব উদ্যানের আয়োজনে সিটি মেয়রের একান্ত সহকারী মারুফুল হক মারুফ, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবুদ্দিন বাবু, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরাও অংশ নেন।

এদিকে নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদে অসচ্ছল নাগরিকদের মাঝে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এ আয়োজন তত্ত্বাবধান করেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ডা. শাহাদাত হোসেন মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর