তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত ভাবে গড়ে তুলতে চাই: নতুন অধ্যক্ষ
২ মার্চ ২০২৫ ২১:৪২
সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেছেন, তিতুমীর কলেজকে বিজ্ঞানসম্মত মানুষ তৈরির কারখানা হিসেবে গড়ে তুলতে চাই। সম্প্রতি এই কলেজকে নিয়ে যে চিন্তাভাবনা তৈরি হয়েছে তা আসলে উন্নতির লক্ষণ বলেছেন তিনি।
রোববার (২ মার্চ) সকালে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। এ সময় তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালেন উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
শুভেচ্ছা গ্রহণকালে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, এই কলেজটাকে বিশ্বের সামনে একটি যোগ্যতাসম্পূর্ন মানুষ তৈরির কারখানা হিসেবে যদি আমরা তুলে ধরতে চাই তাহলে আমাদের প্রত্যেকেরই কিছু পরিবর্তন দরকার।
তিনি আরো বলেন, সম্প্রতিকালে যে অবস্থার সৃষ্টি হয়েছে এই কলেজকে নিয়ে, সেই সকল চিন্তাভাবনা গুলো পজিটিভ, এখানে নেগেটিভের কিছুই নেই। ভবিষ্যতে যদি এই উন্নতিকরণগুলো সম্ভব হয় তাহলে সেটা আমাদের শিক্ষাব্যবস্থা এবং আমাদের দেশের জন্য উন্নতির সু-ফল হিসেবে কাজ করবে। এসময় তিনি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এর আগে নীলফামারী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন।
সারাবাংলা/এমআর/এসএইচএস