‘বিদ্রোহী’ ফুটবলারদের বাদ দিয়ে নতুন এক বাংলাদেশ দল নিয়ে আরব আমিরাতে গিয়েছিলেন কোচ পিটার বাটলার। তবে অচেনা এক দল আরব আমিরাত সফরে আনতে পারল না কোন সাফল্য। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী দল।
সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে কালও নেমেছিল বাংলাদেশের দ্বিতীয় সারির একাদশ। প্রথম ম্যাচের মতো এবারও ম্যাচের শুরু থেকেই ছিল স্বাগতিকদের দাপট। শুরুর আধ ঘণ্টায় আরব আমিরাতকে আটকে দিলেও ৩১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন আলাদোয়ান নউফ। বিরতির আগে লিড বাড়ান মিয়া লিন্ডবোর্গ। দুই গোলের লিড নিয়ে হাফ টাইমে যায় আরব আমিরাত।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। জর্জিয়া গিবসনের গোলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। দলের হয়ে আগের ম্যাচে গোল করা আফঈদা খন্দকার এবারও গোলের দেখা পেয়েছেন। ৮১ মিনিটে তার করা একমাত্র গোলেই ব্যবধান কমিয়েছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত প্রথম ম্যাচের মতো ৩-১ গোলে হেরেই বাড়ি ফিরতে হচ্ছে বাংলাদেশকে।