হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১২:৫৪ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৪:২০
৩ মার্চ ২০২৫ ১২:৫৪ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৪:২০
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান।
সোমবার (০৩ মার্চ) দুপুরে গণমধ্যমকে তিনি এ তথ্য জানান।
শায়রুল জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রোববার (০২ মার্চ) সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন অনেকটা সুস্থ অনুভব করছেন তিনি। দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালে তাকে দেখতে গিয়ে কেউ যেন অযথা ভিড় না করেন, সে ব্যাপারে অনুরোধ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থতা অনুভব করছিলেন বিএনপির মহাসচিব’— জানান শায়রুল কবির খান।
সারাবাংলা/এজেড/এনজে