Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৪:৫৩

সৌদিয়া হোটেল।

ঢাকা: রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেল নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই হোটেলের চার কর্মচারীর মৃত্যু হয়েছেন বলে জানিয়ে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৩ মার্চ) দুপুর ১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ছয়তলা ভবনের দোতালায় দুপুর সোয়া ১২টার আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিড়ির গোড়ায় তিনজনের মরদেহ পাওয়া যায়। সিড়ির দরজা তালা বন্ধ ছিল।

তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

সারাবাংলা/ইউজে/ইআ

আগুন আবাসিক হোটেল সৌদিয়া হোটেল