Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় ছিনতাই ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৬:০৭ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৮:৫৩

রোববার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাই ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) তলেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন – মো. তৈয়বুর মিয়া (২১) ও সানি আহমেদ সামির (২০)। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

তলেবুর রহমান জানান, রবিবার রাত ৮টার দিকে বাড্ডা থানাধীন উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশে উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তৈয়বুর ও সানিকে গ্রেফতার করে। এ সময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দুটি মোটরসাইকেল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত তৈয়বুর ও সানি পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বাড্ডা ও আশেপাশের এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চুরি, মাদক, ধর্ষণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/আরএস

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর