সৈয়দপুরে ডেভিল হান্টে গ্রেফতার ৩
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৯:০০
৩ মার্চ ২০২৫ ১৯:০০
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অপারেশন ডেভিল হান্টে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।
তারা হলেন- সৈয়দপুর শহরের সাহেবপাড়ার সাহাবুদ্দিনের ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপ-ত্রাণ, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. রানা (২৮), কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়ায় এলাকার জসির উদ্দীনের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি খয়রাত হোসেন বাহাদুর (৩২), নতুন বাবুপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও সৈয়দপুর পৌর ছাত্রলীগের সদস্য হুসেইন আহমেদ সোহাগ (২৮)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, গত বছরের একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর