Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৯:০৯ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৯:১১

মৃতদেহ। প্রতীকী ছবি

পঞ্চগড়: জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়েশা মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা মনি একই এলাকার আলিউর রহমান ও দুলালী বেগমের মেয়ে। সে স্থানীয় নুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী।

পরিবারের বরাত দিয়ে সাতমেড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওযার্ডের সদস্য হেলাল উদ্দীন বলেন, ‘বাড়ির পাশের একটি ক্ষেতে মা দুলালী বেগমের সঙ্গে শাক তুলতে যায় আয়েশা। শাক তোলা শেষে মা বাড়ি ফিরে এলেও মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর উপজেলার জগদল বাজারে নিয়ে এলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী জানান, মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

পঞ্চগড় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর