Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন বাবা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:৪৭

অভিযুক্ত শাহরুফ

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদরাসা যাওয়ার পথে সাত বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত শাহরুফকে (১৭) পুলিশে ধরিয়ে দিয়েছেন তার বাবা।

সোমবার (৩ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় শাহরুফকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা নুরনবী। এর আগে শনিবার সকালে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার শিশুর মা মামলা করেন। ওই মামলায় অভিযুক্তকে  গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত শাহরুফ জেলার কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী নুরনবীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেলের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার সকালে মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে মাদরাসা যাওয়ার পথে ধর্ষণ চেষ্টা করে শাহরুফকে। এ সময় ওই শিশুর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

সারাবাংলা/এসআর

কোম্পানীগঞ্জ গ্রেফতার ধর্ষণের চেষ্টা নোয়াখালী সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর