তেঁতুলিয়ায় আটক ৫ জন টাঙ্গাইলে বাস ডাকাতির সঙ্গে জড়িত
৩ মার্চ ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:৪৭
পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতি ঘটনায় আটক পাঁচজন টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে চক্রটি বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে বলে জানা গেছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী। এর আগে গত শনিবার (১ মার্চ) গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ সুপার বলেন, ‘খবর পেয়ে পুলিশের ৪-৫টি টিম নিয়ে রাতভর অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। আর এ সময় পুলিশকে সহায়তা করে স্থানীয়রা। রোববার (২ মার্চ) সকালে ট্রাকের এক চালককে আটকের পর যাত্রীবাহী বাস থেকে আরও চারজনসহ মোট ৫ জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ট্রাকচালক রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর এলাকার আনোয়ার হোসেন (৪১) আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ১২ হাজার টাকা, আড়াই ভড়ি সোনাসহ ৫টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর এলাকার আনোয়ার হোসেন (৪১), একই জেলার পীরগঞ্জ উপজেলার মকিমপুর এলাকার শরিফুল ইসলাম (৩৫), একই উপজেলার আজমপুর ফকিরপাড়া এলাকার মো. হাসানুর (৪০), পালানো শাহপুর এলাকার মো. আয়নাল (৩৮) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার তহিদুল ইসলাম (৪০)।
তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির সঙ্গে চক্রটি জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছে বলছে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। একই সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এইচআই