Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ আজ মুখ খুলে কথা বলতে পারছে: জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ২০:৪৩ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২১:৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কারণেই মানুষ আজ মুখ খুলে কথা বলতে পারছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিজ ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহিদ পরিবারের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শহিদ এবং আহত ভাইবোনদের ত্যাগের বিনিময়ে দেশের মানুষ স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারছে। তাই শহিদের রক্তের সঙ্গে বেইমানি হয় এমন কাজ করা যাবে না।’

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির বলেন, ‘শহিদদের নিয়ে আমাদের রাজনীতির প্রয়োজন নেই। যাদের করার দরকার তারা করুক। শহিদ পরিবারগুলো আমাদের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি বলেন, আমরাও তাদের পরিবারের সদস্য। এবারের ইদ শহিদ পরিবারের সঙ্গে করব। নেতাকর্মীদের প্রতিও অনুরোধ সবাই এটা করার চেষ্টা করবেন।’

শহিদ পরিবারদের জন্য এবারের রমজান একটা ভিন্ন পরিবেশে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবারের সন্তান ছাড়া তাদের ইফতার-সেহরি করতে হচ্ছে। আমাদের শহিদ পরিবারগুলো সেহরি করতে বসে কিন্তু খাবার মুখে যায় না, একইরকম ইফতারের ক্ষেত্রেও হয়।’

এ সময় জামায়াতের উদ্যোগে প্রস্তুত করা শহিদ স্মরণিকা সব শহিদ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

বক্তব্য শেষে, ‎ইফতার আয়োজনে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গু ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন। এমন আয়োজনে তাদের স্মরণ করায় জামায়াতের আমিরকে ধন্যবাদ জানান। এ সময় চোখের জলে শহিদ পরিবারের সদস্যরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সারাবাংলা/এনএল/এইচআই

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর