নারী হাজতখানায় তুফান সরকারের সঙ্গে পরিবারের সাক্ষাৎ, এটিএসআই প্রত্যাহার
৩ মার্চ ২০২৫ ২৩:১৯
বগুড়া: বগুড়ার আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকার হাজিরা দিতে এসে আদালতের মহিলা হাজতখানায় স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় দায়িত্বরত আদালত পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদনীনকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিকেলে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনাটি ঘটে।
জানা গেছে, শহরের চকসুত্রাপুর এলাকার তুফান সরকার ২০১৭ সালে এক তরুণী ও তার মাকে ন্যাড়া করার ঘটনায় দেশব্যাপী আলোড়ন তৈরি হয়। তুফান সরকার ধর্ষণ, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজীসহ অর্ধ ডজনের বেশি মামলায় কারাগারে আটক রয়েছেন।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, তুফান সরকারকে আদালতে হাজির করা হয়েছিল। এ সময় সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মহিলা হাজত খানায় তার স্ত্রী, শ্বাশুড়ি, শ্যালক, বোন ও তার আইনজীবীর সহকারীর সঙ্গে কথা বলে সময় কাটান। ঘটনা জানানানি হলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোর্ট ইন্সপেক্টর আরও জানান, তুফান সরকারের সঙ্গে মহিলা হাজত খানায় সাক্ষাতকারী ৫ জনকে আটক করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার (মিডিয়া) জানান, গাফলতি ও দায়িত্ব অবহেলায় এটিএসআইকে ক্লোজড করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সারাবাংলা/এইচআই