মেহেরপুরে ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি
৪ মার্চ ২০২৫ ১২:৫৭ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৩:১৩
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় জানালার গ্রীল ও ভোল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে অফিস সহকারি শাহাদত হোসেন ব্যাংকের দরাজা খুলে দেখেন ব্যাংকের জানলার গ্রীল কাটা। পরে ভিতরে প্রবেশ করে দেখে ভোল্ট ভেঙে টাকা নিয়ে গেছে দুবৃর্ত্তরা। এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, চোরেরা বাইরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে যে রুমটিতে ভোল্ট থাকে সেটির দরজা কেটে ভোল্ট ভেঙ্গে সেখানে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে চলে যায়। চোরের দল এ সময় ব্যাংকে থাকা সিসি ক্যামেরার ডিভিআর/হার্ডডিক্সটি খুলে নিয়ে চলে যায়।
পরে সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে গিয়ে দেখে সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাংনী উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল জানান, মঙ্গলবার সকাল ৯ টায় অফিস সহকারি আমাকে ফোন দিয়ে জানায় দুবৃর্ত্তরা জানালার গ্রীল কেটে ভোল্ট ভেঙে টাকা নিয়ে চলে গেছে। ভোল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল। বাজারে নাইট গার্ড রয়েছে। তবে বাংকের নিজস্ব কোন নাইট গার্ড নেই।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসমাইল বলেন, ‘রাতে চোরেরা ব্যাংকটির তিনতলার পেছন সাইডের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভোল্টে থাকা টাকা নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের ধরতে মাঠে কাজ শুরু করেছে।’
ইতিমধ্যে এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে পুলিশ থানায় নিয়েছে।
উল্লেখ্য চলতি বছর মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভোল্ট ভেঙে একই ধরনের চুরির ঘটনা ঘটে। সে সময় ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা চুরি হয়। সেই চুরির ঘটনায় এখন পযর্ন্ত কাওকে আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে চলতি বছরে জেলায় ইসলামি ব্যাংক এজেন্ট শাখায় দ্বিতীয় বারের মত চুরির ঘটনা ঘটেছে।
সারাবাংলা/এমপি