দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
৪ মার্চ ২০২৫ ১৫:৩৬
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে টিসিবি পণ্য ক্রয় করে বাড়ি ফেরার পথে (দিনাজপুর-গোবিন্দগঞ্জ) আঞ্চলিক মহাসড়কে কার্ভাডভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনের মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাকী উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া এলাকার। অন্যদিকে আটক কাভার্ড ভ্যানের চালক গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাঁকোয়া গ্রামের ফারুক মিয়া (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নামজুল হক বলেন, ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি পণ্য ক্রয় করে বাইসাইকেল নিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি আব্দুল বাকীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা চালকসহ ট্রাকটিকে আটক করেন। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এনজে