Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ায় বৈবিছাআ’র ২ নেতাকে অব্যাহতি


৪ মার্চ ২০২৫ ১৬:১৮ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৬:২০

কুষ্টিয়া: জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের দুই নেতা আশিক খান ও আসাদুজ্জামান আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে তাদের অব্যাহতি দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মো. হাসিবুর রহমান ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ওই স্থানে আমির হামজা ও আতিকুজ্জামান তালহাকে দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়া এবং জনসাধারণের অনাস্থার কারণে তাদের সদস্য পদ বাতিলসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহতি পাওয়া দুই নেতার স্থানে আমির হামজাকে কুষ্টিয়া জেলা শাখার সংগঠন এবং আতিকুজ্জামান তালহাকে কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুষ্টিয়া নেতাকে অব্যাহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর