Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি মূল্যের অবৈধ সোনারবার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৯:৩২

চুয়াডাঙ্গায় বিজিবি ১৮টি অবৈধ সোনার বার উদ্ধার করেছে

চুয়াডাঙ্গা: ভারতে পাচার হওয়ার আগেই চুয়াডাঙ্গার জাফরপুর সদর ব্যাটালিয়নের সামনে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি অবৈধ সোনারবার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা সোনার মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। এ সময় ২ জনকে আটক করে বিজিবি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মরহুম খোদাবক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে জানান,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাসটি সনাক্ত করে। এরপর বাসটি বিজিবি সদর ব্যাটালিয়নের সামনে থামিয়ে সন্দেহজনক দুই ব্যক্তির দেহ তল্লাশি করে সোনার বার গুলো উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে ও উদ্ধার করা সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এনজে

উদ্ধার চুয়াডাঙ্গা সোনা

বিজ্ঞাপন

এলো ‘জ্বীন ৩’র পোস্টার
৪ মার্চ ২০২৫ ১৯:০৮

বিএনপির ৪ নেতাকে শোকজ
৪ মার্চ ২০২৫ ১৮:৫৮

আরো

সম্পর্কিত খবর