Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইটভাটা বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ১৭:৫৯

নড়াইলে ইটভাটা বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ

নড়াইল: ইটভাটায় মোবাইল কোট পরিচালনা, জরিমানা, ভাটা ভাংচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে।

সমাবেশে বক্তরা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং ৫০ লক্ষ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।

সমাবেশে বক্তব্য দেন ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এম রেজাউল আলম, সহ সভাপতি বি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ কারিমুল করিমসহ আরও অনেকে।

সারাবাংলা/এনজে

ইটভাটা নড়াইল বন্‌ধ বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর