পঞ্চগড়ে ইটভাটা বন্ধের প্রতিবাদসহ পরিবেশ উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
৪ মার্চ ২০২৫ ১৮:৫২
পঞ্চগড়ে ইটভাটা বন্ধ না করা এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানন হাসানের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল
পঞ্চগড়: হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভার প্রেক্ষিতে সিদ্ধান্তের প্রতিবাদে ও ইটভাটা বন্ধ না করার জন্য এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানন হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা ইটভাটা মালিকপক্ষ ও শ্রমিকদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুরুতে জেলার মিলগেট বাজার এলাকা থেকে মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে ইট ভাটার শ্রমিক ও মালিক পক্ষরা বিক্ষোভ সমাবেশ করেন।
এতে জেলার ইটভাটাগুলোর প্রায় দুইশতাধিক শ্রমিক ও মালিক অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি বলেন, আমরা ইট ভাটা মালিকরা দীর্ঘদিন ধরে নিজ নিজ ইট ভাটা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। আমরা ভাটার আয় হতেই সরকারের ভ্যাট, ট্যাক্সসহ যাবতীয় সরকারি ফি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অনুদান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সহযোগিতা করে আসছি। সরকারের রাজস্ব প্রদানে আমরা উল্লেখযোগ্য অবদান রাখছি।
তিনি আরও বলেন, আমাদের জেলায় যতগুলো ইটের ভাটা রয়েছে তার প্রত্যেকটিতে পাঁচশ করে শ্রমিক রয়েছে। এসব শ্রমিক সারাদিন কাজ করে তাদের প্রাপ্য হাজিরার টাকা নিয়ে জীবিকা নির্বাহ করেন। আমাদের ইট ভাটার ব্যবসা ছাড়া অন্য কোন বাণিজ্য নাই। বহু কষ্টে আমরা ইট ভাটা মালিকরা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে ভাটা ব্যবসা পরিচালনা করছি।
সমাবেশে ইটভাটা মালিক ও শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের কাছে আমার দাবি আপনারা ইট ভাটা বন্ধ করে দেন এতে আমার আপত্তি নাই। তবে ভাটা বন্ধ করার আগে হাজার হাজার ইট ভাটার শ্রমিকদের কি কর্মসংস্থান করবেন। এ সময় ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ জেলার প্রত্যেকটি ইট ভাটার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে পঞ্চগড় জেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক নুর মো শাহীন ইবনে ইমান, ভাটা শ্রমিক রবিউল ইসলাম, হাবিব রায়সহ আরও অনেকে বক্তব্য রাখেন। পরে ভাটার মালিকেরা জেলা প্রশাসক মো. সাবেত আলীকে একটি স্মারকলিপি প্রদান করেন।
সারাবাংলা/এনজে