রফতানিতে সুবাতাস, ফেব্রুয়ারিতে আয় ৪০০ কোটি ডলার
৪ মার্চ ২০২৫ ২১:০৫
ঢাকা: দেশের রফতানি আয়ে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশের আয় হয়েছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেশি। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ৩ হাজার ২৯৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। অর্থাৎ রফতানি আয়ের সূচকে বেশ প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (৪ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে পণ্য রফতানি করে বাংলাদেশের আয় হয়েছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ মার্কিন ডলার।
এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বিভিন্ন পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ৩ হাজার ২৯৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২ হাজার ৯৮১ কোটি ডলার।
তথ্য ঘেঁটে দেখা গেছে, দেশের রফতানি আয়ের বড় অংশ আসে পোশাক খাত থেকে। ফেব্রুয়ারি মাসে পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি ১ দশমিক ৬৬ শতাংশ। আর অর্থবছরের প্রথম ৮ মাসে পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৪ শতাংশ। ফেব্রুয়ারিতে পোশাকের নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি ৩ দশমিক ৭৭ শতাংশ। তবে ওভেন খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। একক মাস হিসাবে ফেব্রয়ারিতে ওভেন পোশাকের রফতানি কমেছে দশমিক ৪৪ শতাংশ। আর অর্থবছরের প্রথম ৮ মাসে পোশাকের নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি ১১ শতাংশ ও ওভেনে প্রবৃদ্ধি ১০ দশমিক ২২ শতাংশ।
তথ্য থেকে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রফতানি বেড়েছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম