Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ২২:২২

হাসমত আলী

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে মতবিনিময় সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হাসমত আলী নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩ মার্চ) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হকের যৌথ সই করা এক আদেশে হাসমত আলীকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘আপত্তিকর স্লোগান দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সে জন্য তাকে প্রাথমিকভাবে বহিষ্কার করে, স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।’

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, স্লোগান দিয়েছিলেন তিনি। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে গণমাধ্যমকে হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহিদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চারদিন ধরে জ্বরে ভুগছি। অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই। যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।’

সারাবাংলা/এইচআই

যুবদল নেতা বহিষ্কার সুনামগঞ্জ হাসমত আলী