ঢাকা: ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের রফতানি খাতকে সামাল দিতে ১৫ রোজার মধ্যে ৭ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে দেশের নিটওয়্যার খাতের পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
মঙ্গলবার (৪ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
চিঠিতে বলা হয়, রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি তৈরি পোশাক শিল্পে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানগুলো কঠিন সময় অতিবাহিত করছে। এমন পরিস্থিতিতে কার্যাদেশ বাড়লেও বিভিন্ন কারখানায় নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। এ ছাড়া, সামনেই বেতন ও ঈদ বোনাসের বিশাল চাপ। এমন এক কঠিন পরিস্থিতিতে বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করতে না পারলে পুনরায় শ্রম অসন্তোষ ঘটার আশঙ্কা রয়েছে। এবং স্বার্থান্বেষী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সুযোগ পেয়ে যাবে। এ পরিস্থিতিতে নগদ সহায়তা বাবদ সাত হাজার কোটি টাকা ছাড় করা না হলে রফতানি খাতে একটা মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে।
চিঠিতে বলা হয়, বর্তমানে তৈরি পোশাক শিল্পে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানগুলো এক কঠিন সময় অতিবাহিত করছে। বিগত সময়গুলোতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় শ্রম অসন্তোষ ছিল। ফলে কারখানাগুলো বন্ধ থাকায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে এ সময়ে অস্বাভাবিকভাবে উৎপাদন খরচও বেড়েছে। এ পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্প স্থিতিশীলতা এবং উৎপাদন ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের তথা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।