Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেএমইএর সভাপতি হাতেম, নির্বাহী সভাপতি এহসান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ০৩:২৮ | আপডেট: ১৬ মে ২০২৫ ১০:২২

বিকেএমইএর নতুন সভাপতি হাতেম, নির্বাহী সভাপতি এহসান

ঢাকা: দেশের নিটওয়্যার পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। সংগঠনটির নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান। জুলাই অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এ দুজনই এই দুই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেএমইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সভাপতি, নির্বাহী সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয়টি সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তার আগে এসব পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দেন। নির্বাচন বোর্ড যাচাই–বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

বিজ্ঞাপন

গেল ১০ মে প্রায় এক যুগ পর সরাসরি ভোটে বিকেএমইএর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ হাতেম প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী হয়। যদিও নির্বাচনে ৩৫ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৮ জন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের বাইরে প্রার্থী ছিলেন মাত্র তিনজন।

নতুন পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি পদে অমল পোদ্দার ও সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার। পাঁচ সহসভাপতি হলেন মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান ও মোহাম্মদ রাশেদ।

বিকেএমইএর নতুন কমিটির পরিচালকেরা হলেন মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, মো. আবদুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আবদুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া ও সালাহ উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম বিকেএমইএর প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি প্রথম সহসভাপতি নির্বাচিত হন ২০০২ সালে। পরবর্তী সময়ে তিনি সংগঠনটির সাবেক সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন পর্ষদে তিন মেয়াদে সহসভাপতি ও দুই মেয়াদে নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, সরকার পতনের পর বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান আত্মগোপনে চলে যান। পরে সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন বিকেএমইএ পরিচালনা পর্ষদ ২০২৫–২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এহসান টপ নিউজ নির্বাহী সভাপতি বিকেএমইএ মোহাম্মদ হাতেম সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর