নোয়াখালী: নোয়াখালী পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরশাদ উল্যাহ (৩৫) ও নাজমা আক্তার (২৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
বুধবার (৫ মার্চ) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মাইজদী হাউজিং বালুর মাঠ সংলগ্ন রেজাউল করিম বারী ডায়াগনষ্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হীলা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড পূর্ব সিকদার পাড়া নাজিমুদ্দিন মৌলভী বাড়ির অলি আহাম্মদের ছেলে এরশাদ উল্ল্যাহ ও বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মিজি বাড়ির আহাম্মাদ উল্লাহর মেয়ে নাজমা আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ ও নাজমা মাইজদী হাউজিং বালুর মাঠ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে একত্রিত হয়ে মাদক বেচা-কেনার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় তাদের হাতেনাতে মাদকসহ গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গ্রেফতার স্বামী-স্ত্রী দুজন পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হবে।