Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সাবেক এমপির ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ০৯:৫৬

আটক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান।

পঞ্চগড়: অপারেশন ডেভিল হান্ট অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পঞ্চগড় এক আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে আবু সালমান প্রধানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে ডিবি পুলিশ আটক করে ।

জানা গেছে, আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’-এর অন্যতম সক্রিয় সদস্য।

ডিবি পুলিশ জানায়, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়াও তিনি ‘জয় বাংলা জুম ব্রিগেড’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার এই কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রেখে অভিযান চালায়।

এদিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।

সারাবাংলা/এমপি

ছত্রলীগ নেতা পঞ্চগড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর