Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়লেখায় সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষকসহ ২ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১০:২৯ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১০:৪৪

নিহত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) ও ফাহাদ মনসুর (২৩)।

সিলেট: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকসহ দুইজন মারা গেছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া দুজন হলেন, বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে বড়লেখা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।

গত সোমবার (৩ মার্চ) রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সঙ্গে উলটো দিক থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে সোমবার স্বজনরা তাদের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ফাহাদ মারা যান। একইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ মারা যান।

বিজ্ঞাপন

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত শিক্ষকসহ দুজন মারা গেছেন। এরমধ্যে শিক্ষকের ভাই থানায় যোগাযোগ করে জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই।

সারাবাংলা/এমপি

নিহত সড়ক দুর্ঘটনা সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর