Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের পণ্যে পালটা শুল্ক বসাল চীন ও কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৫ ১৩:১৯ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৫:০০

ছবি: সংগৃহীত

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে কৃষি পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে চীন এবং ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য আমদানিতে তাৎক্ষণিকভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। একইসঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বলেও মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (৪ মার্চ) থেকে কার্যকর হচ্ছে এসব শুল্ক। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয়েছে এই দেশ দুটির বাণিজ্য যুদ্ধ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ৭৮ শতাংশ কৃষকই ট্রাম্পকে তাদের প্রার্থী হিসেবে পছন্দ করেছিলেন। এ কৃষকদের উৎপাদিত মুরগি, গরু, শূকর ও সয়াবিনের অন্যতম বড় ক্রেতা হলো চীন। কিন্তু এখন থেকে এসব পণ্য রপ্তানিতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ফেব্রুয়ারিতে চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদকের প্রবেশ রুখতে বেইজিং কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ তুলে সম্প্রতি তিনি এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসান। ট্রাম্প তার প্রথম মেয়াদেও চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। যা বিশ্বের সর্ববৃহৎ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছিল।

ওদিকে, বেইজিং বলছে, তারা এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তবে তারা চাইছে আলোচনায় বসে নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলতে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ‘চীনকে কাবু করার জন্য চাপ, জবরদস্তি ও হুমকি সঠিক পথ নয়।’

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি তারা যেন বেশি দেরি হওয়ার আগেই তাদের এরকম রুপ ছেড়ে দিয়ে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সঠিক পথে ফিরে আসে।’

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার পণ্যে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ায় ট্রুডো জানিয়েছেন, মার্কিন শুল্কের পাল্টায় তারাও শিগগিরই যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসাতে যাচ্ছেন। একই রকম পদক্ষেপের কথা ভাবছে মেক্সিকোও।

সারাবাংলা/এসডব্লিউ

কানাডা পালটা শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর