শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু
৫ মার্চ ২০২৫ ১৫:১৯ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৭:২০
ঢাকা: শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোল টেবিল বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন নির্বাচনের মত হবে। আর শেখ হাসিনার বিচার কার্যক্রম সেটা চলমান থাকবে। জনগণের ভোটের মাধ্যমে যে দলই আসুক না কেন সেই দলই শেখ হাসিনার এই বিচার প্রক্রিয়া কার্যক্রম চালাবে। তাই নির্বাচন আর হাসিনার বিচার প্রক্রিয়া একভাবে দেখার কিছু নেই এবং এই বিচারের কার্যক্রমকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ারও কোনো কারণ নেই। সেটা জনগণও মেনে নেবে না।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনাসহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এর আগে, শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে দেশের বিভিন্ন ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান ইস্যুতে কথা বলেছেন তিনি।
আমীর খসরু বলেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে। সাহায্য করা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেওয়ার অনুরোধ করছি সরকারকে।
বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে এমন মন্তব্য করে আমীর খসরু বলেন, মানুষ শিল্প কারখানা দিতে পারছে না। সরকার ওয়াচডগের ভূমিকা পালন করবে।
বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে বলে জানান তিনি।
আমীর খসরু বলেন, শিপ ব্রেকারস প্রতিষ্ঠানগুলো ভালো কাজ করছে। বাংলাদেশের যখন এ ধরনের একটা ইন্ডাস্ট্রি করে উঠে তখন ধরে নিতে হবে যে এই দেশে একটি কোম্পানিটিভ অ্যাডভান্টেজ। যে কোনো দেশের ইন্ডাস্ট্রি করে ওঠার মূল কারণটা হচ্ছে ওই দেশে একটি কোম্পানি এডভান্টেজ থাকা। যেটা বাংলাদেশে আছে। যেটা দেশের অর্থনীতির জন্য একটা ভাল দিক। এই ভালো দিকটা যাতে রাজনীতির কারণে ধ্বংস না হয়ে যায় সেটা দেখার বিষয় কিন্তু আমাদের সকলের।
রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। সেই সঙ্গে সমাজের নীতি-নৈতিকতাও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সারাবাংলা/এফএন/ইআ