দুই কার্গো এলএনজি আমদানিসহ ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন
৫ মার্চ ২০২৫ ১৬:২৭ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২০:৩০
ঢাকা: স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ১৯৮ কোটি ৫৩ লাখ টাকা।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, চলতি মাসের ৯-১০ ও ১৫-১৬ তারিখ পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুই কার্গো (চলতি বছরের ১০ম ও ১১শ’) এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দশম কার্গোটি কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ‘মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ এ কার্গোটি সরবরাহ করবে। প্রতি ইউনিট গ্যাসের দর ১৫ দশমিক ৭৩ ডলার হিসাবে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৭৫৪ কোটি ৪২ লাখ টাকা।
অন্যদিকে দ্বিতীয় কার্গোটি কেনা হবে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এ কার্গোটি সরবরাহ করবে। প্রতি ইউনিট গ্যাসের দর ১৫ দশমিক ৪৭ ডলার হিসাবে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৭৪১ কোটি ৯৫ লাখ টাকা।
বিফিংয়ে বলা হয়, বৈঠকে ঢাকা ওয়াসার ‘সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ফেজ-৩’ এর আওতায় ‘কম্পোনেন্ট ১-ইনটেক, অপরিশোধিত পানি পাম্পিং স্টেশন ও অপরিশোধিত পানি পাইপলাইন’ কাজের জন্য ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে- সিএমইসি-ওয়াইআরইসি-এসএমইডিআই। এতে ব্যয় হবে ৫ হাজার ৯৬৪ কোটি ১০ লাখ টাকা।
বৈঠকে আইডিএ’র অনুদানে বাস্তবায়নাধীন ‘আইএসও কম্পোনেন্ট-৬: বিল্ডিং কমিউনিটি রেজিলিয়েন্স অ্যান্ড সেলফ-রিল্যায়েন্স (বিসিআরএসআর) প্রকল্পের ‘কমিউনিটি ওয়ার্কফেয়ার অ্যান্ড সার্ভিসেস সাপোর্ট, নন কনসালটিং সার্ভিস-০১’ শীর্ষক প্যাকেজ কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি করবে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। এতে ব্যয় হবে ৪৮৮ কোটি টাকা।
বৈঠকে চলতি অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৪২২ দশমিক ৬২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৬৮ লাখ টাকা।
বৈঠকে টিসিবি’র জন্য স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুরের ডাল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি ডাল ৯৫ টাকা ৪০ পয়সা দরে এতে ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা।
এছাড়া বৈদেশিক উৎস থেকে বেসরকারি খাতে আমদানিকৃত/আমদানিতব্য চাল স্থানীয় দরপত্রের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ক্রয়ের সিদ্ধান্ত বাতিলের বিষয়টি বৈঠকে অবহিত করা হয়েছে।
এদিকে ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো এলএনজি আমদানি এবং আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ আয়োজন উপলক্ষে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভৌত সেবা ক্রয়ের লক্ষ্যে পৃথক দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সারাবাংলা/আরএস
এলএনজি কার্গো আমদানি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি