Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন প্রযুক্তিবিদ ফয়েজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২০:২৯

প্রযুক্তিবিদ ও প্রকৌশলী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রযুক্তিবিদ ও প্রকৌশলী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন তিনি।

বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

টেকসই উন্নয়নবিষয়ক লেখক হিসেবে পরিচিতি রয়েছে প্রযুক্তিবিদ ও প্রকৌশলী ফয়েজ আহমদ তৈয়্যবের। টেলিযোগাযোগ বিশেষজ্ঞ হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন তিনি। ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তিনি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি। বর্তমানে তিনি সিনিয়র সফটওয়্যার সল্যুশন আর্কিটেক্ট হিসেবে ‘ভোডাফোন জিজ্ঞো’ নেদারল্যান্ডস-এ কর্মরত রয়েছেন। তিনি একাধিক পত্রিকায় লেখালেখি করে চলছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলেনর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের আগে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। ফলে দফতরটি নেতৃত্বশূন্য হয়ে পড়ে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যবকে এই মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রযুক্তিবিদ ও প্রকৌশলী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন। তিনি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

প্রধান উপদেষ্টা প্রযুক্তিবিদ ফয়েজ বিশেষ সহকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর