Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডিকে বাধ্যতামূলক অবসরের জের
বিএসইসি চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ দাবি 

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৯:১৮

ঢাকা: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। একইসঙ্গে তাকে অবসরে পাঠানোর প্রতিবাদে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগেরও দাবি করেন তারা।

বুধবার (৫ মার্চ) সিকিউরিটিজ কমিশন ভবনে অনানুষ্ঠানিক এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান। এ সময় বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বুধবারের (৫ মার্চ) মধ্যে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করলে বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়।

মাহবুবুর রহমান বলেন, বর্তমান কমিশন নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি আছে। এর মধ্যে অন্যতম কারণ— কমিশনারদের খারাপ আচরণ, বিভিন্ন কোম্পানির তদন্তের আলোকে কর্মকর্তাদের ধারাবাহিক শোকজ করা এবং নিয়মনীতির তোয়াক্কা না করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করা। এর পরিপ্রেক্ষিতে আমরা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের কাছে ৫ দফা দাবি জানাই। তারা এ দাবি মেনে নয়নি। বরং আজ (বুধবার) সেনাবাহিনীদের ভুল তথ্য দিয়ে ডেকে এনে কর্মকর্তাদের উপর লাঠিচার্জ চালানো হয়েছে। এ পরিস্থিতিতে আমরা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে কাজ করতে পারছি না। তাই, আমরা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবি করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন যদি বুধবারের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে পুরো কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করবেন। আমরা সরকারের কাছে গণমাধ্যমের মাধ্যেমে এ বিষয়টি তুলে ধরছি। সরকারকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বিএসইসির সকল কর্মকর্তা ও কর্মচারিদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর (পঞ্চম তালা) ঘেরাও করে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসইসি ভবনের সামনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা বিএসইসির ভেতরে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সেনাবহিনীর অনেক বাগবিতণ্ডা এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে সাড়ে ৪ ঘন্টা অবরুদ্ধ অবস্থা থাকার পর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ ও মো. আলী আকবর নিজ গাড়িতে করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় কমিশন ত্যাগ করেন।

সারাবাংলা/জিএস/আরএস

বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর