Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুর থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ০২:০৭

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

রংপুর: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১টার দিকে রংপুর নগরীর সেনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু হয়। এ সময় সেনপাড়া এলাকার একটি বাসায় আত্মগোপন থাকা অবস্থায় এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্র জানায়, নীলফামারীর বেশ কয়েকটি মামলার প্রধান আসামি হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের নাম রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

সারাবাংলা/পিটিএম

আফতাব উদ্দিন সরকার গ্রেফতার রংপুর সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর